সিলেটের ব’ন্যার্তদের পাশে দাঁড়াতে ‘সাহস’ জোগাচ্ছেন শাবনূর

নিউজ ডেস্ক- স্ম’রণকালের ভ’য়াবহ ব’ন্যায় এখন ভাসছে সিলেট বিভাগ। পানিব’ন্দি হয়ে পড়েছেন ৩৫ লাখ মানুষ।
এবার বানভাসি মানুষের পাশে দাঁড়াতে সুদূর অস্ট্রেলিয়া থেকে পাঠালেন বার্তা, দিলেন সাহস। ব’ন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তিনি।
এই চিত্রনায়িকা বলেন, ‘বন্ধুরা আমি সবার উদ্দেশে কিছু কথা বলতে চাই। আমি ইদানীং দেখতে পাচ্ছি, সবার মধ্যে একটি যু’দ্ধ চলছে! অথচ এই কথাটি কেউ বুঝতে চাইছে না যে একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকেই চলে যেতে হবে। আবার এ কথাও সত্যি যে আম’রা সবাই একে অ’পরের চেনামুখ। দিন শেষে আমাদের সকলের চলার পথ একটাই। চলার পথে আমাদের একে অ’পরের মুখোমুখি হতে হবে। একে অ’পরের সুখ-দুঃখে আমাদেরকেই পাশে থাকতে হবে। তাই আম’রা এসব যু’দ্ধে লিপ্ত না হয়ে, আমাদের রাগ-ক্ষোভ পেছনে ফেলে নিজেদেরকে সুন্দর জীবনমুখী করে তুলি।’
ভালো কাজে অন্যদের উৎসাহ দিয়ে তিনি আরও লেখেন, ‘এই মুহূর্তে দেশে এক ভ’য়াবহ সংকট চলছে। সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চল ক্রমাগত ব’ন্যায় প্লাবিত হচ্ছে। এই দুর্বিষহ পরিস্থিতির কথা চিন্তা করে আম’রা নিজ নিজ সাম’র্থ্য অনুযায়ী সকলে যেন ব’ন্যাকবলিত অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়াই। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।’
যদিও প্রবাস থেকে তিনি কোনও অর্থনৈতিক সহায়তা দিয়েছেন কিনা, সেটি জানা যায়নি।
প্রসঙ্গত, শাবনূর এক দশক ধরে অস্ট্রেলিয়া প্রবাসী। সেখানে ছে’লে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সবশেষ ২০১৫ সালে মুক্তি পায় তার ‘পাগল মানুষ’ সিনেমা। এরপর বহুবার ফেরার কথা বললেও তাকে আর পর্দায় পাওয়া যায়নি।