আন্তর্জাতিক
কাতারে আগের চেয়ে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে
কাতারে প্রবাসীরা সবসময়ই স্বর্ণের দাম কেমন, তা জানতে চান। কারণ, দেশে যাওয়ার সময় প্রিয়জনের জন্য স্বর্ণ নিতেই হয়। তাই দাম কম থাকলে আগেভাগে কিনে রাখতে আগ্রহী অনেকে।
কাতার প্রবাসী পাঠকদের জন্য স্বর্ণের বাজার দর তুলে ধরতে এই আয়োজন। যারা নিয়মিত স্বর্ণের দাম স'ম্প'র্কে খোঁজ খবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন, সাম্প্রতিক সময়ে কাতারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। আজকের সর্বশেষ আপডেট জেনে নিন এখান থেকে।
আজকের স্বর্ণের দামঃ ২৪ ক্যারেট প্রতি গ্রাম ২২৩.৫ রিয়াল, ২২ ক্যারেট প্রতি গ্রাম ২১১ রিয়াল, ২১ ক্যারেট প্রতি গ্রাম ১৯৮ রিয়াল, ১৮ ক্যারেট প্রতি গ্রাম ১৭২.৫ রিয়াল। স্বর্ণের অলংকার কেনার সময় উপরে উল্লেখিত এই প্রতি গ্রামের মূল্যের সঙ্গে মেকিং চার্জ বা বানানোর খরচ যোগ হয়ে থাকে যা ডিজাইনের উপর নির্ভর করে।